মোঃ আল-আমিন মিয়া◾
চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামীর আয়োজনে R Foundation এর সহযোগীতায় শীতবস্ত্র বিতরন করা হইবে।
আগামীকাল ২৯ জানুয়ারি বোধ বার বিকেল ৩ টায় আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে এ কার্যক্রম শুরু হবে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলা শাখার আমিরে জামায়াত মাওলানা কাজী মুখলিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপসৃথিত থাকবেন মাওলানা ইদ্রিস আলী, আমিরে জামায়াত চুনারুঘাট উপজেলা শাখা।
এছাড়াও জামাতের কর্মী, সমর্থক সহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ ও মেহমানগণ উপস্থিত থাকবেন৷
আহম্মদাবাদ ইউনিয়ন জামাতের সভাপতি মোস্তোফা হোসেন মস্তু মিয়া দলটির পক্ষ থেকে স্থানীয় সকল কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ী সবাইকে উপস্থিত থাকার দাওয়াত পেশ করেছেন।
উল্লেখ্য যে, শীতবস্ত্রের সঠিক হকদারদের লিস্ট ও টুকেন প্রদান সম্পন্ন। সঠিক সময় ও স্থানে টুকেন সহ আসলে কম্বল নিতে পারবেন।
দ.ক.সিআর.২৫