➖
আল আমিন আহমেদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী আহম্মদাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে ১৫০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে এসএম সোহেল এর সঞ্চালনায় ইউনিয়ন জামাতের আমির মোস্তফা হোসাইনের সভাপতিত্বে এসব শীতবস্ত্র উপহার দেয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা শাখার আমির মাওলানা কাজী মুখলিসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কাজী মুখলিসুর রহমান বলেন, ‘যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে ৫-৭ বছরের মধ্যে বাংলাদেশ থেকে দারিদ্র বিমোচন সম্ভব। যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা ৫-৭ বছরের মধ্যে দারিদ্র বিমোচন করবো ইনশাআল্লাহ।
ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে আহম্মদাবাদ ইউনিয়নবাসীর প্রতি জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালি করার আহ্বান জানান মাওলানা কাজী মুখলিসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা শাখার আমির মাওলানা ইদ্রিস আলীসহ স্থানীয় অনেক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
দ.ক.সিআর.২৫