1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

সিলেট-চিটাগং ম্যাচের আম্পায়ারিংয়ে দুই ভাই!

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক◾

ক্রিকেট বা ফুটবলে দুই ভাইয়ের একসঙ্গে খেলার নজির আছে অনেক। তাই বলে আম্পায়ারিংয়েও দুই ভাই, তাও একসঙ্গে!

তেমনই এক কীর্তি হলো আজ (বৃহস্পতিবার) মিরপুরে। বিপিএলে চিটাগং কিংস-সিলেট স্ট্রাইকার্স ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন আলী আরমান রাজন ও কামরুজ্জামান লিমন। দুজন অবশ্য ফিল্ড আম্পায়ারিংয়ে নেই।

আলী আরমান রাজন দায়িত্ব পালন করছেন টিভি আম্পায়ার হিসেবে। আর কামরুজ্জামান লিমন আছেন রিজার্ভ আম্পায়ার হিসেবে। তাতে বিপিএলে একসঙ্গে ম্যাচ পরিচালনার অনন্য নজির গড়লেন দুই ভাই।

ঢাকা প্রিমিয়ার লিগে আলী আরমান রাজন ও কামরুজ্জামান লিমন ম্যাচ পরিচালনা করেছেন একাধিকবার। একসঙ্গে নেমেছেন ফিল্ড আম্পায়ার হিসেবেও। এবার তাদের একসঙ্গে ম্যাচ পরিচালনার যাত্রা শুরু হলো বিপিএলে।

দুই ভাইয়ের কীর্তির ম্যাচে সিলেটের বিপক্ষে শুরুতে ব্যাট করছে চিটাগং। ৩ ওভারে ২ উইকেটে তারা করেছে ২৮ রান। আজ জিতলে প্লে-অফ নিশ্চিত করে ফেলবে চিটাগং। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে তারা। ১১ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া সিলেট বিদায় নিয়েছে এরই মধ্যে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট