➖
কালনেত্র ডেস্ক◾
সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত।
পুলিশ জানিয়েছে, রবিবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের উনিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুই জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জন মারা যায়।
নিহতরা হলো- ঢাকার ডেমরা এলাকার সায়মা আক্তার (৩৫), তার ছেলে আয়ান (৬), বোন শামীমা ইয়াসমিন (৩৮) ও তাদের খালাতো ভাই সোহেল ভূইয়া (৩৮)।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকার ডেমরা থেকে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে তারা প্রাইভেট কারে সিলেট আসছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে তারা সিলেটের ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে পৌঁছায়। এসময় সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে তাদের প্রাইভেট কারের সংঘর্ষ হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, “প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে দুই জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা যান। নিহত সবাই প্রাইভেট কারের যাত্রী ও চালক। চালক সোহেল ভুইয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোগড়াপাড়া গ্রামের বাসিন্দা। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
দ.ক.সিআর.২৫