➖
এফ এম খন্দকার মায়া◾
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার বাসুল্লা রেমা আঞ্চলিক সড়কের খোয়াই নদীর ব্রিজে অতিরিক্ত বালুমাটি বাহী রাবার ড্রাম ট্রাক চলাচল করায় সড়কের সাথে ব্রিজটি এখন বেহাল অবস্থা। ব্রিজের বিভিন্ন স্থানে ফাঁটলসহ সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে ছোটখাটো দুর্ঘটনার পাশাপাশি ভোগান্তি পোহাচ্ছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষগণ।
সোমবার (৩ ফেব্রুয়ারী) স্থানীয়দের কাছ থেকে জানা যায়, লক্ষাধিক মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা ব্রিজ নির্মাণের পর অবৈধভাবে বালু উত্তোলন ও বালু মাটিবাহী ট্রাক্টর, রাবার ড্রাম ট্রাকের ফলে ব্রিজ রীতিমতো হুমকির মুখে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, রাজার বাজার পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্র, রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশিই অবস্থিত। এসকল প্রতিষ্টানের শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ও সেবাগ্রহীতাদের প্রায় দুর্ঘটনায় পড়তে হয়েছে এজাতীয় বাহনের আনাগোনায়। এ নিয়ে শিক্ষার্থী সহ সাধারণ বাসিন্দাদের মানববন্ধন, আন্দোলনও হয়েছে। তবুও দেখা যায়, কোথাও কোথাও রাস্তার পাশে বড় বালুর ঢিবি সৃষ্টি করা হয়েছে। এতে প্রায় প্রতিনদিনই দুর্ঘটনা ঘটছে।
রাজার বাজারের প্রহরী ফিরোজ মিয়া জানান, প্রতিদিনের পাশাপাশি রাতে বড়বড় ড্রাম ট্রাক ঝুঁকি নিয়ে বালুমাটি পরিবহন করছে। ফলে ব্রিজটি হুমকির মুখে আছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ইমাম হোসেন জানান, সাধারণত আঞ্চলিক সড়কের ব্রিজ দশ টনের উপযোগী। কিন্তু এ ব্রিজের ধারণ ক্ষমতা জানা নেই। তবে অতিরিক্ত বহন হুমকিজনক।
এলাকাবাসীর দাবি যতদ্রুত সম্ভব ব্রিজ রক্ষায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা। তারা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।
দ.ক.সিআর.২৫