➖
কালনেত্র ডেস্ক◾
অদ্য হবিগঞ্জ যুব ফোরামের উদ্যোগে খালিদ হাসানের পরিচালনায় চুনারুঘট উপজেলার ঘরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১জন শিক্ষার্থীদের নিয়ে ডক্টর কিডস ক্লাব গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন যুব ফোরামের সদস্য ও বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। কিডস ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য জানতে চাইলে খালিদ হাসান বলেন, এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে ধারণা, স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা ও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম আয়োজন করা।
তিনি আরও বলেন, উক্ত ক্লাবের মাধ্যমে বিদ্যালয়ে একটি স্বাস্থ্য মেলার আয়োজন হবে। তাছাড়া হাত ধোয়া- পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক্তারের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণের আয়োজন, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা, স্বাস্থ্য সংক্রান্ত পোস্টার ও দেয়ালিকা তৈরি, বিশেষ দিবস উদযাপনসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে। যাতে শিক্ষার্থীরা আরও সচেতন হয়।
দ.ক.সিআর.২৫