নাহিদমিয়া,মাধবপুরপ্রতিনিধি◾
হবিগঞ্জের মাধবপুরের কাশিমপুরে মাদক বিরোধী অভিযানে খলকি সহ জালাল উদ্দিন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাহাজিবাজার আর্মি ক্যাম্পের একটি টহল দল।”
জালাল উদ্দিন মাধবপুর উপজেলার কাশিমপুর এলাকার হাসান আলীর পুত্র।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) তাকে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে ৫ ফেব্রুয়ারী ১৩ বেঙ্গলের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ারুল ১৩ ইবি এর নেতৃত্বে টহল চলাকালীন সময় মাধবপুর উপজেলার কাশিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।” এসময় তার দেহ তল্লাশি করে একটি খলকি ও ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।”