1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচনে নাগুরাফার্ম যেসবকারণে উপযুক্ত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

প্রদীপ সুত্রধর, হবিগঞ্জ◾

২০২০ সালের ১৭ ডিসেম্বর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। কিন্তু গত চার বছরেও এ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্বাচন করা সম্ভব হয়নি। সাবেক দুই এমপির দ্বন্দ্বে চূড়ান্ত করা যায়নি ক্যাম্পাসের স্থায়ী স্থান। ভাড়া বাসাতেই চলছে এ শিক্ষাপ্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম।

যেকারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে ভূমির স্থান পুনঃবিবেচনার লক্ষ্যে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডমিতে এ অংশীজন সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ স্কেচ ম্যাপ ও গুগল ম্যাপের সহায়তায় সম্ভাব্য সাতটি স্থানের সম্পর্কে যাবতীয় তথ্য উপস্থাপন করেন। এরপর উপস্থিত অংশীজনরা সম্ভাব্য স্থানগুলো নিয়ে মতামত প্রদান করেন।

জেলা প্রশাসক ড. মো, ফরিদুর রহমান বলেন, “অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে ফিজিবিলিটি স্টাডি শেষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভূমি চূড়ান্ত করা হবে। এ ক্ষেত্রে হবিগঞ্জবাসীর মতামতের প্রাধান্য যেমন দেওয়া হবে, বিশেষজ্ঞদের মতামতের মাধ্যমে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে যাতে এ প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে তেমন ভূমিই নির্বাচন করা হবে।

আমি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়টি বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের নাগুরাফার্ম সংলগ্ন সরকারি ভূমিতে স্থাপন করা যুক্তিযুক্ত ও সুবিধাজনক মনে করছি।

নাগুরা কৃষি ফার্ম একটি কৃষি গবেষণা কেন্দ্র এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ও একটি কৃষি গবেষণা কেন্দ্র। এক অর্থে উভয়টাই প্রায় একই পর্যায়ের প্রতিষ্ঠান। এছাড়া নাগুরা ফার্মের অভ্যান্তরে রয়েছে পর্যা বিল্ডিং ছাড়াও প্রায় দুই শত (২০০) একর ধান চাষের সরকারি কৃষি জমি। ফলে বিশ্ববিদ্যালয় তৈরিতে সরকারের কোন জমি ক্রয়ের দরকার পড়বে না। ২০০ একর এই কৃষি জমির মধ্যে তুলনামূলক কম খরচে বিশ্ববিদ্যালয়ের স্থাপনা, গবেষণাগার ও ক্যাম্পাস তৈরি সহজতর হবে। এছাড়াও নাগুরা ফার্মে রয়েছে শ্রেণীকক্ষের জন্য প্রাথমিকভাবে ব্যবহারযোগ্য একাধিক বিল্ডিং। নাগুরা ফার্মের পূর্ব পাশে নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয় এবং দক্ষিণ পূর্বে শচীন্দ্র কলেজ অবস্থিত। এখানকার জমির মূল্য তুলমূলকভাবে সস্তা। বিশ্ববিদ্যালয়ের জন্য অতিরিক্ত আরও জমির প্রয়োজন পড়লে সস্তায় জমি ক্রয় করা যাবে। তাছাড়া এখানকার যোগাযোগ ব্যবস্থাও অনেক ভাল। এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকারের খরচও কম হবে এবং যোগাযোগ ব্যবস্থাও অনেক ভালো।

হবিগঞ্জের উত্তর শহরতলীতে অবস্থিত হবিগঞ্জ-নবীগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম প্রান্তে এবং হবিগঞ্জ- বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের উত্তর প্রান্তে বালিখাল নদীর উত্তর -পশ্চিমে বিস্তির্ণ কৃষিভূমি শহরের হৈ হোল্লারমুক্ত নিরিবিলি পরিবেশে নাগুরা ফার্ম সংলগ্ন এই উপযুক্ত জায়গাটি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য তৎকালীন পরিকল্পনা মন্ত্রী জনাব মোঃ আব্দুল মান্নান ম্যাপ তৈরি করে নিয়েছিলেন। যদিও রাজনৈতিক চক্রান্তের কারণে পরিকল্পনাটি এই নির্ধারিত স্থানে তখন আর বাস্তবায়ন সম্ভব হয়নি!

তবুও উপরে উল্লেখিত যৌক্তিক কারণগুলো বিবেচনায় নিয়ে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়টি নাগুরা ফার্ম সংলগ্ন ভূমিতে স্থাপন করার জন্য হবিগঞ্জ জেলাবাসী, জেলার সম্মানিত নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের সংগ্রামী ছাত্রজনতা ও সমন্বয়কবৃন্দ, জেলাপ্রশাসক, বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি।

প্রদীপ সুত্রধর, প্রাথমিক শিক্ষক সিকন্দরপুর, নবীগঞ্জ, হবিগঞ্জ

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট