➖
নিজস্ব প্রতিবেদক
অনেক চড়াই উৎরাই পেরিয়ে শনিবার ০৭/০২/২৫ ইং নোয়াখালী জেলাধীন কোম্পানীগঞ্জ নাবিক কল্যাণ সমিতির ২০২৫-২০২৬ ইং মেয়াদে
নবগঠিত কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
মোঃ আব্দুর রহিম ড্রাইভারকে সভাপতি এবং মোঃ ফয়সাল মাস্টারকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কবি মো: মোশারেফ হোসেন মাসুদ, নেত্রজল সাহিত্য ম্যাগাজিন, সাভার, ঢাকা, বাংলাদেশ।
তিনি নবগঠিত কমিটির সকলের প্রতি উদ্দেশ্য বলেন, কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না, ক্ষমতা চিরস্থায়ী নয়, সকলের সাথে সুন্দর ব্যবহার করবেন পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে সমিতির উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সকলে কাজ করবেন, এর আগে যারা ছিল তারা অনেকেই ক্ষমতার অপব্যবহার করেছে, নাবিকের কল্যাণে উল্লেখযোগ্য কোন কাজই হয়নি, হয়তো হাতে গোনা দুই একজন উপকৃত হয়েছে বা কমিটি প্যানেলের কয়েকজনের সাময়িক সুবিধা ভোগ করেছে,কিন্তু যে উদ্দেশ্য নিয়ে কোম্পানীগঞ্জ নাবিক কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়েছে তার কিছুই চোখে পড়েনি, সমিতির কল্যাণ বা নাবিকের কল্যাণ কিছুই হয়নি, সাধারণ নাবিকগণ যা আশা করেছিল তার সিটে ফোটাও নয়, তাই এখন যে সকল যোগ্য ব্যক্তিবর্গ দায়িত্ব পেয়েছেন সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন সমিতি ও নাবিকের কল্যাণে, পদ পদবীতে কেউ ছোট কেউ বড় নিজেকে নিয়ে অহংকার করবেন না, আবার একেবারে তুচ্ছ করেও ফেলে দিবেন না। সকলের কাছে এটাই অনুরোধ কাকে দিয়ে কখন কি উপকার হয় বলা যায় না, হয়তো তিনি ছোট দায়িত্বে আছেন তাকে দিয়ে ভালো একটা কাজ হতে পারে উন্নয়ন বা কল্যাণমূলক, সকলের মেধা জ্ঞান বুদ্ধি একরকম নয়, কেউ অনেক শিক্ষিত হয়েও অনেক কিছু তাদের মাথায় আসেনা আবার কেহ মূর্খ হলেও তার মেধা শক্তি অনেক বেশি। তাই পদপদবি না তাকিয়ে মেধার মূল্যায়ন করুন। জয় হোক মেহনতি নাবিকের, জয় হোক কোম্পানীগঞ্জ নাবিক কল্যাণ সমিতির, এই প্রত্যাশা রেখে সকলের প্রতি আবারও অনেক অনেক শুভকামনা জানান।
দ.ক.সিআর.২৫