➖
কালনেত্র প্রতিবেদক
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় Bangladesh Freedom Foundation- BFF এর সহযোগিতায় সেবা কর্তৃক বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল রবিবার ৯ ফেব্রুয়ারি রানীগাও বালিকা উচ্চ বিদ্যালয়ের গ্যালিলিও বিজ্ঞান ক্লাব পুনঃগঠন ও বার্ষিক পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্লাব সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বর্তমান বছরের জন্য একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়, যা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করবে এবং বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক কার্যক্রম পরিচালনার দিকনির্দেশনা প্রদান করবে।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে সেবা এনজিও।
বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের সেবা'র কো-অর্ডিনেটর মোহাম্মদ খালিদ জানান, বিজ্ঞান ক্লাবের কার্যক্রম মুলত বিদ্যালয়ের শিক্ষকদের সার্বিক সহায়তায় শিক্ষার্থীরা পরিচালনা করতে সক্ষম হয়। তাই এগিয়ে যেতে প্রতিষ্ঠান ভুমিকা রাখলে সাফল্য সম্ভব।
পরিকল্পনা সভায় ক্লাবের ৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
দ.ক.সিআর.২৫