1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

রাজারহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে ১জনের মৃত্যু

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান
রাজারহাট, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আজ ১০ ফেব্রুয়ারী আনুমানিক সকাল ৯টার দিকে প্রতিপক্ষের লাঠির আঘাতে বেলাল মিয়া (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোঙ্গারকুটি গ্রামের মৃত-গফুর মিয়ার পুত্র। এসময় উভয় পক্ষের আরও ৬ ব্যক্তি আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, উক্ত গ্রামের বেলাল গংয়ের সাথে একই গ্রামের টাংরু মিয়ার পুত্র ফারুক গংয়ের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।সোমবার সকালে বেলাল সহ তার লোকজন বিরোধপূর্ণ জমিতে নামলে এতে ফারুক, মাইদুল ও সুজন সহ তার লোকজন বাঁধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই প্রাণ যায় বেলাল হোসেনের।

এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের আরও ৬জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে টাংরু মিয়ার স্ত্রী রেহানা বেগম (৬৮) এর অবস্থা আশঙ্কাজনক।

এই প্রতিবেদন লেখাকালিন রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট