➖
কালনেত্র প্রতিবেদন
সুনামগঞ্জের দিরাইয়ের কালনী নদীর তীরে উজান ধল মাঠে শুক্র ও শনিবার রাতে উদযাপিত হয়েছে বাউল সম্রাট শাহ আবদুল করিম লোক উৎসব।
এই উৎসবে তৃতীয় বারের মতো সহযোগী ছিল দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শাহ আবদুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই উৎসব শুক্রবার উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সারাদেশ থেকে আসা লোক সংগীতের শিল্পী ও ভক্ত-অনুরাগীরা বাউল সম্রাটের সৃষ্টিকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে গান-শ্রদ্ধা-স্মরণে মাতিয়ে রাখেন শুক্র ও শনিবার রাত। এই উৎসবে অংশ নেন স্থানীয় তরুণ-বৃদ্ধ-নারীদের পাশপাশি দেশের বিভিন্ন অঞ্চল ও দেশের বাইরে থেকে আসা ভক্ত-সুধীজনরা।
বাংলা লোকগানের এই অমর স্রষ্টার স্মরণে ২০০৬ সাল থেকে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম বলেন, “দেশের আবহমান সংস্কৃতির চর্চায় যেন আমরা ভূমিকা রাখতে পারি, সেই চেষ্টা বিকাশ অব্যাহত রেখেছে।
“দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে এমন এক মহান ব্যক্তিত্বের স্মরণের অংশ হয়ে নিজেদের গর্বিত বলে মনে হচ্ছে।”
দ.ক.সিআর.২৫