1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

কেন ইউনিয়ন পরিষদে দুর্নীতি মুক্ত চেয়ারম্যান দরকার? কালনেত্র 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

কালনেত্র প্রতিবেদন

ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের মজবুত ও শক্তিশালী একটি প্রতিষ্ঠান। সরকারের পাশাপাশি বিশ্ব ব্যাংকও বড় অংকের অনুদান প্রদান করে থাকে ইউনিয়ন পরিষদে। আয়তন, লোকসংখ্যা ও লোকেশন বিবেচনায় বিশ্ব ব্যাংকের এলজিএসপি এর আওতায় প্রকল্পের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে বৎসরে ২৫ লাখ থেকে ১কোটি টাকা পর্যন্ত বরাদ্দ দিয়ে থাকে।

সরকার থেকে একটি ইউনিয়ন পরিষদ কি পরিমাণ পাচ্ছে আর জনগণকে কি দিচ্ছে ? বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে যে সেবা আমাদের পাবার কথা তা কি আমরা পাচ্ছি? জনগনের জানা দরকার।

উল্লেখ্য যে, ইউনিয়ন পরিষদের নামে বরাদ্দকৃত টাকা কোন ঝক্কি-ঝামেলা কিংবা উপরি টাকা খরচ ছাড়াই সকল দলের চেয়ারম্যানদের পরিষদগুলোতে চলে আসে। ইট-ঢালাই, রাস্তা, কালভার্ট, বাচ্চাদের স্কুল ব্যাগ, প্রাচীর, বেসরকারী উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য আধুনিক মানের ড্রেসিং রুম, বাথরুম এমন আরও হরেক রকম কাজে ব্যয় করা যায় এই টাকাগুলো। নরমাল হিসাব করলেও প্রতিজন চেয়ারম্যান শুধু বিশ্ব ব্যাংক থেকে ৫ বৎসরে পায় দেড় থেকে পাঁচ কোটি টাকা। যে টাকা দিয়ে অনায়াসে একটা ইউনিয়ন সুন্দর ভাবে সাজানো সম্ভব।

তারপর আরও আছে- কর্মসৃজন প্রকল্প থেকে ৩৫-৪০ লাখ টাকা, এডিবি থেকে ১২-১৪ লাখ টাকা , কাবিটা থেকে ১০-১২ লাখ টাকা, কাবিখা থেকে ১০-১২ লাখ টাকা ইত্যাদি।

এছাড়াও বন্যার বাঁধ উন্নয়নে পিআইসি’র টাকা বাদেও আরও অসংখ্য বরাদ্দ আসে ইউনিয়ন পরিষদে। বিভিন্ন দুর্যোগ, মহামারীতে আসে বিশেষ বরাদ্দ নামে তাৎক্ষণিক খরচের টাকা। এটাও প্রকারভেদে আকারে হয় অনেক মোটা অংকের। কিন্তু টাকাগুলো ব্যয় হয় কোথায় ? প্রশ্ন তোলেঋেন কখনো?

একজন ইউপি চেয়ারম্যানের স্বদিচ্ছা আর মানুষের প্রতি ভালবাসা এলাকার প্রতি দায়বদ্ধতা থাকলে তিনি নিজ ইউনিয়নেরপাড়া মহল্লার প্রায় সকল কাঁচা-কাঁদা রাস্তা সংস্কারসহ জন দুর্ভোগ লাঘবে ছোট ছোট সকল সমস্যা সমাধান সরকারী ফান্ড থেকে করে দিতে সমস্যা হওয়ার কথা নয়।

অথচ চেয়ারম্যানের কাছে জিজ্ঞাসা করলে বলে বরাদ্দ নেই! তাহলে সরকার প্রতি বছর ইউনিয়নে যে টাকাগুলো দেয়
সেগুলো কোথায় যায়? যদিও নামমাত্র কিছু কাজ দেখালেও বাকিটুকু আর খোজ পাওয়া যায় না।

কিন্তু বাস্তবতা কি আমরা ইউনিয়ন পরিষদ থেকে সেই কাঙ্খিত সেবা সমূহ পাচ্ছি ?

আমরা সরকারকে দোষারোপ করি
আসলে সরকার থেকে ইউনিয়ন পরিষদে কি পরিমাণ বরাদ্দ আসে তার খবর কি আমরা নিতে পারছি ? আমরা কি আমাদের মনের মতো চেয়ারম্যান- জনপ্রতিনিধি নির্বাচন করতে আদৌ সক্ষম হচ্ছি ? যদি সৎ যোগ্য জনবান্ধব চেয়ারম্যান বানাতে পারতাম তাহলে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন আজ আধুনিক, ডিজিটাল, দুর্নীতিমুক্ত, বসবাসযোগ্য ও স্বনির্ভর ইউনিয়নে পরিণত হত।

বিষয়টি ইউনিয়নের সকল জনগণদের ভাবতে হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট