➖
প্রেস বিজ্ঞপ্তি◾
জনাব সালাউদ্দিন শুভ একজন প্রথিতযশা সাংবাদিক। কাজ করছেন দেশের বহুল প্রচারিত জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভার, দৈনিক বাংলা, নিউজ বাংলা ২৪.কম, সিলেট বিভাগের আঞ্চলিক দৈনিক সিলেট মিরর, প্রতিদিনের সংবাদ ও উনার নিজস্ব জনপ্রিয় অনলাইন পোর্টাল প্রতিদিনের মৌলভীবাজার এর সম্পাদক ও প্রকাশক সহ অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন তিনি। সাংবাদিক সালাউদ্দিন শুভ দৈনিক কালনেত্র’র সাথে যুক্ত হওয়ায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।
আমরা কালনেত্র পরিবার সাংবাদিক সালাউদ্দিন শুভ'র নির্ভীক সাংবাদিকতার অংশীদার হতে পেরে আরও অনেক দূর এগিয়ে যাব বলে বিশ্বাস করি। এবং তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।
এর আগে প্রায় ১০ বছর ধরে তিনি দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল সহ বিভিন্ন প্রিন্ট পত্রিকায় কাজ করেছেন।
তিনি পেশাগত কাজে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সালাহউদ্দিন শুভ সাথে যোগাযোগের মোবাইল নাম্বার ০১৭৫১১৬৪৯৪২ ও ইমেইল salauddinsuvo80@gmail.com
দ.ক.নিয়োগ.২৫