1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

শ্রীমঙ্গলে বসন্ত বরণ উৎসবের উদ্বোধন, তরুণ তরুণীদের ভীড়

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে
সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ও পৌরসভার যৌথ উদ্যোগে ঋতুরাজ বসন্ত বরণ উৎসব এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

বসন্ত উৎসব উপলক্ষে মেলায় বিভিন্ন জাতের পিটার স্টল বসানো হয়েছে। এছাড়া বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন অতিথিদের সাথে নিয়ে মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন। এসময় অতিথিরা এই উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মেলাতে ঘুরতে আসা তরুনি বর্ষা চক্রবর্তী জানান, শ্রীমঙ্গল উপজেলায় এই ধরনের সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগগুলি খুবই প্রশংসনীয়। এই সময়ে প্রকৃতি সেজে ওঠে নানান রঙের ফুলে। এসময় আমরা রঙিন পোশাক পরে, ফুলের মালা গেঁথে, এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালি ঐতিহ্যের ধারা নিয়ে আনন্দে মেতে ওঠি।

পুস্পিতা ও অঞ্জলী দেব্নাথ জানান,উপ‌জেলা ও পৌর প্রশাস‌নের উ‌দ্যো‌গে প্রথমবা‌রের ম‌তো এমন আ‌য়োজ‌নে সক‌লে একম‌ঞ্চে যুক্ত হ‌চ্ছেন এটা উৎসাহের। বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও বিশেষ করে এই ধরনের উৎসবকে আরও রঙিন ও মনোরম করে তোলে। এছাড়াও উৎসব মাঠ এমন নান্দ‌নিকভা‌বে সাজা‌নো হ‌য়ে‌ছে যে প্রতি‌টি কর্না‌র ছ‌বি তোলার জন্য অসাধারণ।

শ্রীমঙ্গ‌ল তারু‌ণ্যের মেলার মাঠে থাকছে বাংলাদেশ স্মার্ট ওমেন্স এসোসিয়েশনের পিঠার স্টল। উ‌দ্যোক্তা মিতালী দাশ ব‌লে‌ন, সবাই আসবেন হাসতে, খেতে, সাজতে, সাজাতে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট