1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

মাধবপুরে আওয়ামীলীগ নেতার উপর সরকারি গাছ কাটার অভিযোগ 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে
নাহিদ মিয়া,মাধবপুর
হবিগঞ্জের মাধবপুরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের ধর্মঘর পশ্চিম বাজার থেকে হাই স্কুলের মাঠ হয়ে দক্ষিণ দিকে মালঞ্চপুর-সন্তোষপুর এলাকায় যাওয়ার ডিসি রোড থেকে বড় বড় ১০ টি আকাশমণি গাছ কেঁটে নিয়ে যায় ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইমরান আহমেদ তরু। সে ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র।
খবর পেয়ে স্থানীয় তহসিলদার ও বন বিভাগের লোকজন গিয়ে গাছগুলো জব্দ করেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুর রহমান বলেন, বন বিভাগের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বন বিভাগের লোকজন গিয়ে গাছগুলো জব্দ করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।
এর কিছুদিন আগে একই রাস্তা থেকে ৭ টি আকাশমণি গাছ কেটে নিয়ে যাওয়ার পর গাছগুলো উদ্ধার করে অজ্ঞাত ব্যাক্তি গাছ কেটেছে উল্লেখ করে মামলা করা হয়েছে কেন জানতে চাইলে তিনি বলেন গাছের মালিক যারা তারা নাম উল্লেখ করে মামলা করতে পারে। আমরা যেহেতু ঘটনাস্থল থেকে কাউকে আটক করিনি তাই আসামি অজ্ঞাত দেখিয়ে মামলা দিয়েছি।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট