🌲
ফেসবুক নয়; আঙিনায় গাছপালা চাই
কবিতা— প্রদীপ সূত্রধর
বিশ্বজুড়ে নগরায়ন দ্রুত বাড়ছে তাই
জলবায়ুর পরিবর্তন হুমকি স্বরূপ ভাই
গাছপালা করে উজাড় আমরা করছি সুখের সংসার
সচেতন না হলে এবার আরতো রক্ষা নাই।।
বরফ গলে বাড়ছে পানি করছে স্থলভাগের হানি
পঁচিশ শতাংশ বনভূমি থাকার কথা ভাই।
আট শতাংশ বর্তমানে কমছে আরো দিনে দিনে
আমাদের অস্তিত্ব ভাইরে আগে রক্ষা চাই।।
বাড়ী গাড়ি দরকার আছে গাছপালাও লাগাও পিছে
একটি গাছ লাগালে ভাইরে কোনো ক্ষতি নাই।।
🌳
কলমে- প্রদীপ সুত্রধর (শিক্ষক)
সিকন্দরপুর, হবিগঞ্জ
দ.ক.সাহিত্য