➖
কাজী মাহমুদুল হক সুজন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শায়েস্তাগঞ্জ উপজেলার আয়োজনে এ আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয় ।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এম আই পিএস প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব হোম দাস।
পিএফজি শায়েস্তাগঞ্জ উপজেলা সমন্বয়কারী সাংবাদিক মোঃ আব্দুর রকিব এর সভাপতিত্বে ও পিএফজি মুসলিম ধর্মীয় নেতা তোফায়েল আহমেদ মনির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন মীর।
স্বাগত বক্তব্য রাখেন পিএফজি এম্বাসেডর মোঃ আব্দুস সালাম মেম্বার। প্রবন্ধ ও অঙ্গীকারনামা পাঠ করেন আল আমিন সাইফী। পিএফজি সাংগঠনিক কার্যক্রম করেন সিলেট রিজিওন কোর্ডিনেটর আকলিমা চৌধুরী। বক্তব্য রাখেন, পিএফজি এম্বাসেডর প্রভাষক কামরুল হাসান রিপন, পিএফজি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ ফিরুজুল ইসলাম চৌধুরী, জামাতে ইসলামী শায়েস্তাগঞ্জ পৌর শাখার সেক্রেটারি মোঃ ইয়াসিন খান, উপজেলা পিএফজি সদস্য সুশান্ত পাল চৌধুরী, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, এডভোকেট শামীম চৌধুরী, সাংবাদিক মোঃ আব্দুল হক রেনু প্রমুখ।
দ.ক.কাজী.২৫