1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব পুনর্গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ খালিদ, সেবা মিরাশী◾

 

“বিজ্ঞানে নয় ভয়, চর্চায় হবে জয়” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় সেবা কর্তৃক বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্লেটু বিজ্ঞান ক্লাব পুনর্গঠন ও বার্ষিক কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুজিত চন্দ্র দেব-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য জনাব নুরুল হক। এছাড়া সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব শেখ জামাল আহমেদ এবং অন্যান্য সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞান ক্লাব পরিচালনায় দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব আব্দুর রাজিব। বর্তমানে ক্লাব কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন জনাব মেহেদী হাসান আবিদ। তাঁদের দক্ষ নেতৃত্বে ক্লাবটি বিজ্ঞান শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

 

সভায় ক্লাবের সদস্যরা বিগত বছরের কার্যক্রম সকলের সামনে উপস্থাপন করেন এবং নতুন বছরের একশন প্ল্যান গৃহীত হয়। এ বছর ক্লাবের পরিকল্পিত কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে—
– বিজ্ঞান মেলা আয়োজন
– বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা
– গবেষণাধর্মী বিজ্ঞান কর্মশালা
– বিজ্ঞান দেয়ালিকা প্রকাশ
– বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ
– উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন এবং পরিবেশ সচেতনতা কার্যক্রম।

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ক্লাবের কার্যক্রম দেখে অত্যন্ত আনন্দিত হন এবং শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তাঁরা ক্লাবের নতুন উদ্যোগগুলোকে সাধুবাদ জানান এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনার বিকাশে উৎসাহ প্রদান করেন।

 

প্লেটু বিজ্ঞান ক্লাব শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহী করে তুলছে এবং সৃজনশীল দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট