➖
সজল আহমেদ, সীমান্ত প্রতিনিধি
চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গুলছড়ি গ্রামে ফাঁকা বাড়ী মনে করে চুরি করতে ঢুকলে জনতা চুরা দূপরাজকে আটক করে।
মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি ) চুনারঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের গুলছড়ি গ্রামের প্রবাসি মারুফ মিয়ার বাড়িতে চুরি করতে এসে জনতার হাতে আটক হয় চোর।
আটককৃত চোর মো: দুপরাজ মিয়া (৩৫) কোনাগাঁও গ্রামের আব্দুল ছমাদ মিয়ার ২য় পুত্র।
স্থানীয়রা জানায়, সোমবার রাতে গুলছরি গ্রামের প্রবাসি মারুফ মিয়ার বাড়ির গেট ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিল দুপরাজ। বাড়িতে চোর ঢুকছে টের পেয়ে বাড়ির লোকজন চোর চোর বলে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসে। এতে চোর রাম দা দিয়ে আক্রমণ করার চেষ্টা করে। তখন সময় স্থানীয় লোকজন ধাওয়া করে চুরা দুপরাজ মিয়াকে আটক করে ফেলে। পরে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ঘটনা পর্যবেক্ষণ করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে চোরকে থানায় নিয়ে যায়।
চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, কয়েক দিন ধরেই এলাকায় চুরি ধারি বেড়ে গেছে! আর এসব চুরি স্থানীয় জুয়াখোর ও মাদক সেবনকারীরাই করে থাকে। এই দূপরাজ সে আগে গাঁজা ব্যবসার সাথে জড়িত ছিল। পরে ইয়াবা ব্যবসায় জড়িয়ে এখন সে নিজেও সেবন করা শিখে নিঃস্ব হয়ে চুরি ডাকাতি শুরু করেছে।
দ.ক.সিআর.২৫
দ.ক.সিআর.২৫