➖
মো: আসাদুজ্জামান খান, চুনারুঘাট
চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামান্তা ট্রাস্টের বৃত্তি-২০২৫ প্রদান অনুষ্টিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চুনারুঘাট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রবিন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহবুব আলম সহকারী কমিশনার (ভূমি), আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব কাওছার শোকরান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক শিক্ষক ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ ও লকিরা বানু ট্রাস্টের অর্থায়নে মেধা বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের উন্নয়ন ও পড়ালেখার মান উন্নয়নের লক্ষ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
দ.ক.খান.২৫