নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। এ উপলক্ষে শুক্রবার একুশের প্রথম প্রহরে মাধবপুর উপজেলা পরিষদ শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: ইমরুল হাসান, মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার মো: জাকিরুল হাসান, তথ্য সেবা কর্মকর্তা মেরিনা নাসরিন, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন, ছাত্র সমন্বয়ক এমদাদুল হক মিলন প্রমুখ।