➖
আসাদ ঠাকুর অমনিবাস
সারাদেশে শুক্রবার পালিত হয়েছে মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেছে জাতি।
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারপর শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে বিএনপি।
শ্রদ্ধা জানাতে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কর্মীরা।
এছাড়া শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় নাগরিক কমিটি। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকগণ।
প্রথম প্রহরে বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য। আবার বিশেষ দিনটির গুরুত্ব বোঝাতে অনেকেই শিশুদের নিয়ে আসেন শহীদ মিনারে। শহীদ মিনারে শ্রদ্ধামাখা ফুল ছড়িয়ে দিয়েছে শিশুরাও।
শ্রদ্ধার ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনার।
দ.ক.ভাষা