➖
কালনেত্র সংবাদদাতা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চুনারুঘাট প্রেসক্লাব।
শুক্রবার ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চুনারুঘাট প্রেসক্লাবের সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শীর্ষ দৈনিক যুগান্তরের সাংবাদিক, জাতিয় প্রেসক্লাবের সদস্য, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও বর্তমান সদস্য সচিব মোঃ আলমঙ্গীর মিয়া, চুনারুঘাট প্রেসক্লাবের সাধরণ সম্পাদক সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার আলাউদ্দিন, কোষাধক্ষ মোহাম্মদ সুমব, সাংবাদিক হারুনূর রশিদ,সহ তোফাজ্জল মিয়া প্রমুখ।
এর আগে চুনারুঘাট শহিদ মিনারে উপজেলা প্রশাসন রবিন মিয়া, চুনারুঘাট থানা, পৌরসভা ও জাতীয়তাবাদীদল বিএনপি'ও অঙ্গ সংগঠন, উপজেলা স্কাউট, ফায়ার সার্ভিস, বন বিভাগ,পল্লি বিদ্যুৎ, আনসার ভিডিপি, লেডিস ক্লাব, মণিপুরী ললিতকলা একাডেমি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন স্কুল-কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দ.ক.চুনা.২৫