➖
সীমান্ত সংবাদদাতা
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর দুধ পাতিল বিওপি’র টহুল কমান্ডার ৪৬৫০২ হাবিলদার মোঃ মোস্তফা এর নেতৃত্বে অদ্য ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সোমবার সাড়ে ১১ ঘটিকার সময় সীমান্ত মেইন পিলার ১৯৬৬/১০ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টিলাবাড়ি নামক স্থান হতে বাংলাদেশী ১৮০ প্যাকেট কয়েল মালিক বিহীন অবস্থায় আটক করেছে বিজিবি।
যার সিজার মূল্য- ১৪,৪০০ টাকা (চৌদ্দ হাজার চারশত টাকা)।
দ.ক.সিআর.২৫