➖
মোহাম্মদ খালিদ ▪️
সেবা বিজ্ঞান ক্লাবের উদ্যোগে বিয়াম ল্যাবরেটরি স্কুলে আয়োজিত হলো বিজ্ঞান মেলা-২০২৫। এই মেলায় ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক পরীক্ষণ ও প্রজেক্ট উপস্থাপন করে তাদের সৃজনশীলতা ও জ্ঞানচর্চার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সেবা বিজ্ঞান ক্লাবের পরিচালক মোঃ খালিদ হাসান। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব অঞ্জন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব কাউছার শোকরানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থপিডিয়া গ্লোবালের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইয়েদা নাজনীন আহমেদ সিলভী। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও সেবা’র কর্মীবৃন্দ।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণের মাধ্যমে বিজ্ঞানের নানা দিক সম্পর্কে জানতে ও হাতে-কলমে শিখতে সুযোগ পায়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উপস্থাপনা দেখে অভিভূত হন এবং তাদের উৎসাহিত করতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিজ্ঞান মেলায় ১৫ জন শিক্ষার্থী মোট ৩৪টি বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ও পরীক্ষণ উপস্থাপন করে, যা সবার প্রশংসা কুড়ায় এবং শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার প্রতি আরও আগ্রহী করে তোলে।
দ.ক.সিআর.২৫