➖
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ বইমেলায় মোড়ক উন্মোচিত হলো কবি জিয়াউর রহমান জিয়ার প্রথম কাব্যগ্রন্থ তারার ফুল।
মোড়ক উন্মোচন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ড. বিশ্বজিত ঘোষ, কথাসাহিত্যিক আহমদ বশীর, কথাসাহিত্যিক মনি হায়দার, শিশুসাহিত্যিক প্রফেসর জাহান আরা খাতুন, প্রফেসর মো. ইলিয়াছ বখত চৌধুরী জালাল, অধ্যাপক মো. হারুন মিয়া, প্রাবন্ধিক ও নাট্যভাস্কর ড. মুকিত চৌধুরী, দৈনিক যুগভেরীর সম্পাদক অপূর্ব শর্মা, ডিআইইউ এর সহযোগী অধ্যাপক ড. শাফিক আফতাব, আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গণি, অনিন্দ্য প্রকাশের প্রকাশক আফজল হোসেন, গৌতম সরকার, শামস সাইদ, তোফাজ্জল সোহেল, , কবি ও কথাসাহিত্যিক হারুন সিদ্দিকী, কবি বাদল কৃষ্ণ বনিক, কবি এস এম মিজান প্রমুখ।
দ.ক.সিআর.২৫