প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৩:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ৪:২৬ পি.এম
মাধবপুরে অফিস সহকারীর দাপটে অসহায় অফিসাররা, অভিযোগ হুমকি’র!
মাধবপুর প্রতিনিধি
মাধবপুরে পিআইও অফিসের এক কার্য সহকারীর দাপটে অসহায় হয়ে পড়েছেন কয়েকটি অফিসের কর্মকর্তারা। এ ব্যাপারে ভুক্তভোগী ১০ জন কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার পিআইও অফিসের কার্য সহকারী সমর সাহা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিনা ভাড়ায় (সরকারি রাজস্ব খাতে টাকা জমা না দিয়ে) ডরমিটরি ভবনে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। তিনি প্রায়ই এখানে অবস্থানরত উপজেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আসন্ন রমজান মাস উপলক্ষে ডরমিটরিতে অনুষ্ঠিত এক সভায় সে রমজান মাসে মেস সম্পুর্ন বন্ধ রাখার হুমকি দেয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার এর প্রতিবাদ করলে সে সহকারী শিক্ষা অফিসারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এছাড়াও ডাইনিং রুম সংশ্লিষ্ট মেস ম্যানেজার গত নভেম্বর মাসে সিসি ক্যামেরা লাগানোর পর সে প্রভাব খাটিয়ে ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, সমর সাহা আওয়ামী লীগের মন্ত্রী দিপু মনির লোক পরিচয় দিয়ে প্রায় পাঁচ বছর যাবত সরকারি ডরমিটরি ভবনে বিনা ভাড়ায় বসবাস করছেন এবং দলীয় প্রভাব খাটিয়ে এখানে অবস্থানরত কর্মকর্তাদের সাথে খারাপ ব্যবহার করে আসছে। দিপু মনির লোক হওয়ায় এতোদিন কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।
এ ব্যাপারে সমর সাহা বলেন, এ-সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) নূর মামুন বলেন, এক জায়গায় ১৭/১৮ জন লোক থাকলে একটু আধটু ঝামেলা হতে পারে। তারা যেসব অভিযোগ করেছেন সবই যে সঠিক তা না। কিছু ভুল ত্রুটি থাকতে পারে।
দ.ক.সিআর.২৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত