➖
সংবাদদাতা, সাংবাদিক মীর জুবাইর আলম, চুনারুঘাট▪️
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ধলাজাই গ্রামের মুক্তিযোদ্ধা হাসু মিয়ার ছেলে আলী হোসেন কে গতকাল ২৫ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
মামলার বিবরণীতে জানা যায় যে কথিত মুক্তিযোদ্ধার সন্তান প্রতারক পুলিশ কনস্টেবল আমির হোসেন সহ তার ভাই ভাগিনা সকলেই মুক্তিযুদ্ধা পরিবারের দাপটে এলাকার অসহায় নিপীড়িত ব্যক্তিদের উপর নির্যাতন করছিল। বিগত সরকারের আমলে পুলিশ কনেস্টবল আমীর হোসেনের নির্দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে চলছিল আলী হোসেন ও তার ভাই ভাগিনা সকলে। অবৈধভাবে সীমান্তের মাদক ব্যবসা চোরাচালান এর অঙ্গরাজ্য গড়ে তুলেছিল সেই মুক্তিযোদ্ধা সন্তান আলী হোসেনে, জহুর হোসেন, আব্দুল হক, ফজলুল হক ও পুলিশ কনস্ট্যাবল আমীর হোসেন। তাদের নির্যাতনের শিকার হয়ে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন প্রতিবেশী মালু মিয়া।
উল্লেখিত মামলাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আলী হোসেন দোষী প্রমাণিত হওয়ায় গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গতকাল সকালে আমিন হোসেন আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
আলী হোসেন কারাগারে প্রেরণ হওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
দ.ক.সিআর.২৫