➖
কালনেত্র প্রতিবেদক
চুনারুঘাটের নালমুখে মোঃ আসাদুজ্জামান খান মাসুক মাস্টার নামে এক শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছে এলাকার ছাত্র-যুবক সমাজ ও জনসাধারণ। শুক্রবার দুপুরে উপজেলার স্থানীয় নালমুখ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।
গতকাল উপজেলার সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আসাদুজ্জামান খান মাসুককে রাজনৈতিক মামলায় গ্রেফতার করে প্রশাসন। এতে আশপাশের এলাকার শতাধিক নানা শ্রেণি পেশার মানুষ ও ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিক্রীয়া দেখা দেয়। স্যোসাল মিডিয়ায় এই মানবিক শিক্ষককে গ্রেফতারের নিন্দা জানান অনেকেই।
শিক্ষক মোঃ আসাদুজ্জামান খান মাসুক আওয়ামী রাজনীতি ঘরনার হলেও তার রাজনৈতিক সম্পৃক্ততা ছিল একেবারেই ক্ষীণ। তিনি বিনে পয়সায় দীর্ঘ অনেক বছর যাবৎ ছাত্র ছাত্রীদেরকে শ্রেণীকক্ষের পাঠদানের বাইরেও প্রাইভেট পড়াতেন, অসংখ্য ছাত্র ছাত্রী তার কাছ থেকে প্রাইভেট পড়ে উপকৃত হয়েছেন এমনটাও অনেকের মুখে মুখে- কেও কেও টাকা ফিরিয়ে দেয়ার কথাও স্যোসাল মিডিয়ায় পোষ্ট করে সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়াও মাসুক মাস্টারের গ্রেফতারের বিষয়ে অনেককেই বলতে শুনেছি, গ্রেফতার হওয়া মাসুক মাস্টার প্রধান শিক্ষক হওয়ার সম্ভাবতা ছিলো। যেকারণে শিক্ষকদের মধ্যেই একটি চক্র এই ষড়যন্ত্রের জাল বুনতে সক্ষম হয়েছেন!
এবিষয়ে আক্ষেপ করে স্যারের এক ছাত্র রাফাউল গণি আনসারী লিখেছে, যারা অন্যায় ও অবিচারের নেতৃত্ব দিয়ে ছিলো তারা আজও দিব্যি ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। অনেকেই আবার বিরোধী দলের নেতাদের হেফাজতে আছেন। যারা বিগত বছরে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করেছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা উচিত এবং গ্রেফতার করা জরুরি। কিন্তু একজন ন্যায় নিষ্টাবান আন্তরিক শিক্ষককে নিয়ে ষড়যন্ত্র কেন বুঝে উঠতে পারছি না! কেন আসাদুজ্জামান খান মাসুক স্যারকে গ্রেফতার করা হয়েছে? তাঁর গ্রেফতার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা উনার মুক্তি চাই।
আরেক ছাত্র লিখেছে, এই চুনারুঘাটে আওয়ামী এজেন্ডা যারা এখনো বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা চাই, গণতন্ত্রের মূল্যবোধ এবং মানুষের অধিকার সম্মানিত হোক, কোনো ধরনের অন্যায় বা অবিচারের স্থান যেন না পায় এই বাংলায়।
সর্বোপরি ছাত্রবান্ধব, মানবিক ও আন্তরিক শিক্ষক মাসুক মাস্টারের গ্রেফতারে নিন্দা ও মুক্তির দাবিতে সোচ্চার হচ্ছে ছাত্র ও যুব সমাজ।
দ.ক.সিআর.২৫