➖
আল-আমিন সাঈফী, শায়েস্তাগঞ্জ
খাদ্য ব্যবস্থায় যুব নেতৃত্ব-এই প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হয়েছে।
খাদ্য নিরাপত্তা এবং টেকসই খাদ্য ব্যবস্থায় যুব নেতৃত্বকে শক্তিশালী করার লক্ষ্যে, ২৬ ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে হবিগঞ্জ জেলা কার্যলয় হলে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণটি হবিগঞ্জ জেলার কেন্দ্রীয় বিজ্ঞান ক্লাবের পৃষ্ঠপোষকতায়- উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ (UBC) কর্তৃক ও ইউকেন আয়োজিত এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্পুভড নিউট্রিশন (GAIN) ও সান ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশ এর সহায়তায় অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আল নাদরুন বিন আকন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ গবেষক ও উদ্ভাবক মোহাম্মদ মোশাহিদ মজুমদার, প্রতিষ্ঠাতা & পরিচালক – উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ। এছাড়াও বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন (ইউকেন)এর সহ প্রতিষ্ঠাতা যুদিষ্ঠির চন্দ্র বিশ্বাস।
প্রশিক্ষণটির পরিচালনায় ছিলেন খাদ্য ব্যবস্থা যুব নেতৃত্বের প্রশিক্ষক এম রাব্বি, প্রশিক্ষক জয়া রানী মণ্ডল।
খাদ্য ব্যবস্থা যুব নেতৃত্ব এবং খাদ্য ব্যবস্থা ও টেকসই উন্নয়ন চ্যালেঞ্জ এবং সুযোগ চিহ্নিতকরণ, যুব নেতৃত্ব ও সমর্থন, খাদ্য নিরাপত্তায় তরুণ নেতাদের ভূমিকা, উদ্ভাবনী সমাধান, টেকসই কৃষি, পুষ্টি নীতি এবং জলবায়ু স্থিতিস্থাপকতা প্রকল্প উন্নয়ন ও বাস্তবায়নে প্রভাব ও ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারনে কর্মশালাটি ৩০ জন অংশগ্রহণকারী তরুণকে ক্ষমতায়িত করেছে। এই তরুণ নেতারা এখন তাদের সম্প্রদায়ের সাথে যোগাযোগ করতে, সচেতনতা বৃদ্ধি করতে এবং স্থানীয় খাদ্য ব্যবস্থার উন্নতির জন্য কার্যকর সমাধান বাস্তবায়ন করতে সচেষ্ট থাকবেন।
উল্লেখ্য যে, এই প্রশিক্ষণটি বরগুনায় খাদ্য নিরাপত্তার জন্য যুব-নেতৃত্বাধীন একটি আন্দোলনের সূচনা করে, যা প্রসারিত হতে থাকবে এবং দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করবে।
দ.ক.সিআর.২৫