➖
সীমান্ত প্রতিনিধি
হবিগঞ্জ ব্যাটালিয়ন ( ৫৫ বিজিবি) এর দুতপাতিল বিওপির টহুল কমান্ডার নায়েক মোঃ আবুল খায়ের এর নেতৃত্বে গতকাল ২৮ ফ্রেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ০৭: ২০ ঘটিকা সময় সীমান্ত এলাকা হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুতপাতিল নামক স্থানে ভারতীয় ৩৬ বোতল মদ মালিক বিহীন অবস্থায় আটক করা হয়েছে। যার বর্তমান সিজার মূল্য ৫২,০০০ বায়ান্ন হাজার টাকা।
বিজিবি’র এপেক্স নায়েক মোঃ জাহাঙ্গির ৫৫/বাল্লা বিওপি এর চৌকস দায়িত্ব পালনের ভিত্তিতে উক্ত অভিযান সফল হয়েছে বলে জানান, টহুল কমান্ডার নায়েক মোঃ আবুল খায়ের।
সীমান্তের অতন্ত্র প্রহরী বাল্লা বিজিবি’র কোম্পানী কমান্ডার জানান, এরকম অভিযান সবসময় অব্যাহত থাকবে।
দ.ক.সিআর.২৫