1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

সচেতনতা বৃদ্ধির দাবিতে মাধবপুর বাজার কমিটির মাইকিং   

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে
মাধবপুর প্রতিনিধি
আসন্ন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে শৃঙ্খলা ও যানজটমুক্ত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধির দাবিতে হবিগঞ্জের মাধবপুর
বাজার কমিটির মাইকিং।
শনিবার (১ মার্চ) উপজেলা সদরে বাজার মনিটরিং কার্যক্রমে’র অংশ হিসেবে মাধবপুর বাজার কমিটির পক্ষ থেকে এ মাইকিং করা হয়।
বাজারের ব্যবসায়ীগণকে আবশ্যিকভাবে দোকানে পণ্যের মূল্য তালিকা সহজে দৃষ্টিগোচর স্থানে টানানো এবং হালনাগাদ রাখতে হবে। দোকানে রাখা পণ্যের ‘ক্রয় রশিদ’ আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে। কোন ভাবেই কোন নির্দিষ্ট পণ্য দোকানে বিক্রয় না করে গুদামে বা অন্য কোন স্থানে মজুদ রেখে উক্ত পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। বাজারে যানজট নিরসনে ফুটপাতে অস্থায়ী বা অবৈধ দোকান-পাট সরিয়ে নিতে হবে। মাহে রমজানে বাজার যানজটমুক্ত রাখতে কোন ইজিবাইক বাজারে যেন না ঢুকতে পারে এ বিষয়ে সকল ব্যবসায়ীদের সতর্ক হওয়ার জন্য মাইকিং করে আহবান জানিয়েছেন মাধবপুর বাজার কমিটির নেতৃবৃন্দরা।
বাজার কমিটির দায়িত্বপ্রাপ্ত এমরান খান বলেন, আসন্ন মাহে রমজান মাস উপলক্ষে আমাদের মাধবপুর বাজারে পকেটমার চোরের উপদ্রব থেকে বাঁচতে সকলকে সর্তক বার্তা দিয়েছি তার পাশাপাশি বাজারে যানজট মুক্ত রাখতে হলে ব্যবসায়ীরা যেন ফুটপাতে অস্থায়ী দোকান না বসাতে পারে এবং যানজট মুক্ত রাখতে ইজিবাইক সিএনজি অটোরিকশা বাজারে যেন না প্রবেশ করতে পারে এই নির্দেশ মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানিয়ে মাইকিং করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মুর্শেদ, পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী রাসেল আহমেদ প্রমূখ।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট