➖
আসাদ ঠাকুর, আহম্মদাবাদ
চা-গাছে কুঁড়ি আসবে, যদি সময়মত বৃষ্টি হয়। এ মৌসুমে বৃষ্টির অবস্থা ভালো। তাই এবার হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের মধ্যে অবস্থিত নালুয়া চা-বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডানকান ব্রাদার্সের মালিকানাধীন এ বাগানটির দুইদিকে গোইবিল ও চিমটিবিল ভারত সীমান্ত। একদিকে আমু চা-বাগান আর অপরদিকে বস্তি এলাকা বেষ্টিত। কঠোর নিরাপত্তা আর সীমান্ত থাকায় এ বাগানটি এখনও চিরহরিৎ।
প্রায় ৩হাজার একর জমিতে নালুয়া মেইন ডিভিশনসহ ফাঁড়ি ডুলনা বাগানে চা-গাছের পরিচর্যায় দুই হাজারের মতো শ্রমিক নিয়োজিত রয়েছেন। প্রতি বছরই উৎপাদনের দিক দিয়ে সুনাম অক্ষুন্ন রেখে চলেছে এ বাগান। বাগান ব্যবস্থাপক জহিরুল ইসলামের দক্ষ দেখভালে সহকারী ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তারা দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন চা-পাতার উৎপাদন বাড়াতে। এতে কাজও হচ্ছে। ২০১৬ সালেই ১৩ লাখ কেজি চা-পাতা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ বাগানের। এ মৌসুমে নিয়মিত বৃষ্টিপাত হওয়ায় লক্ষ্যমাত্রা পূরণ করে উৎপাদন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রায় ৭ হেক্টর জমি উপযোগী করে নতুন করে ১ লাখ ১০ হাজার চা-গাছের চারাও রোপন করা হয়েছে। এ বাগানের চারদিকে সবুজের সমারোহ। বাগানটি শুধু চা-পাতা উৎপাদন করছে না, পরিবেশের ভারসাম্য রক্ষায় বিরাট ভূমিকা রাখছে। এজন্য গত মৌসুমে বাগান এলাকায় চা-গাছের ছায়াবৃক্ষসহ পরিবেশ বান্ধব ৫০ হাজার নানা প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।
বনগবেষক, পরিবেশ প্রেমিক আহমদ আলী বললেন, বাগানটি পরিদর্শন করে মুগ্ধ হয়েছি। এ বাগানে রয়েছে লেক। লেকে পাখির বিচরণও মুগ্ধ হওয়ার মতো। চা-গাছে পর্যাপ্ত ছায়াবৃক্ষ রয়েছে। রয়েছে নানা প্রজাতির গাছপালা। গাছ চুরি রোধে এখানকার ব্যবস্থাপনাও ভাল। নিবিড় ছায়াঘেঁরা এ বাগানের শ্রমিকরা খুই শান্ত। ঢাকা-সিলেট পুরাতন সড়ক দিয়ে চুনারুঘাট থেকে চন্ডিছড়া বাগানের রাস্তায় প্রবেশ করে কয়েক কিলোমিটার অতিক্রম করেই নালুয়া বাগানে যাওয়া যায়।
উল্লেখ্য, এ জেলার ৮টি উপজেলার মধ্যে চুনারুঘাট, মাধবপুর, নবীগঞ্জ, বাহুবলসহ চারটি উপজেলার ১৫,৭০৩.২৪ হেক্টর জমিতে চা-পাতার চাষ হয়। রশিদপুর, রামপুর, বৃন্দাবন, ইমাম বাওয়ানী, কামাইছড়া, মধুপুর, ফয়জাবাদ, চিতলাছড়া, তেলিয়াপাড়া, জগদীশপুর, শ্রীবাড়ি, পারকুল, নাসিমাবাদ, বৈকুন্ঠপুর, সুরমা, চাঁনপুর, চন্ডিছড়া, রামগঙ্গা, লস্করপুর, দেউন্দি, লালচান্দ, রেমা, আমু, নালুয়া ও আমতলীসহ প্রায় ৩০টি বাগান রয়েছে এখানে। এরমধ্যে মান সম্মত চা-পাতা উৎপাদন ও পরিবেশ সহায়ক কার্যক্রম গ্রহণে বিশাল ভূমিকা পালন করছে নালুয়া বাগানটি।
আসাদ ঠাকুর, কবি, লেখক ও সাংবাদিক
দ.ক.সিআর.২৫