1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

নবীগঞ্জ-বাহুবল আসনে গণঅধিকার পরিষদের দুই প্রার্থীর প্রচারণা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

কামরুল উদ্দিন ইমন, বাহুবল 

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আলোচনায় গণ অধিকার পরিষদের নেতারা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। তবে কে পাচ্ছেন এই আসনের মনোনয়ন এ নিয়ে চলছে আলোচনা।

যদিও সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হুসেন জীবন। দীর্ঘদিন ধরে তিনি নির্বাচনী এলাকায় প্রচারণা করে আসছেন।

স্থানীয়রা জানান, নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত কর্মী সমর্থকের মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছেন আবুল হুসেন জীবন। ইতিমধ্যেই প্রায় নেতাকর্মী ও সমর্থকরা তার পক্ষে ঢাকায় কেন্দ্রীয় অফিসে মনোনয়ন জমা দিয়েছেন।

নেতা-কর্মীরা জানান, আবুল হুসেন জীবন একজন কর্মীবান্ধব জনপ্রিয় ও সুবক্তা এবং তারুন্যের আইকনিক নেতা হিসেবে পরিচিত। ইতিমধ্যেই নবীগঞ্জ বাহুবল এলাকায় রাজনৈতিক কর্মসূচি করে আলোচনায় এসেছেন তিনি।

এছাড়া গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক তাকার কারনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সু-সম্পর্ক রয়েছে তার। তিনি প্রবাসীর বিভিন্ন দাবি নিয়ে ইতিমধ্যে কথা বলে সাড়া জাগিয়েছেন। নবীগঞ্জ-বাহুবল তার দীর্ঘ পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে,হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি গোলাম রাব্বানীও প্রচারণা করে আসছেন। নির্বাচনী এলাকায় আলোচনায় রয়েছেন তিনিও। গণঅধিকার পরিষদে যুক্ত হয়ে কাজ করেছেন এই প্রার্থী। ইতিমধ্যে ওই এলাকার সাধারণ ভোটারদের মন জয় করতে কাজ করে আসছেন।

উল্লেখ্য, আগামী সপ্তাহে ওই আসনে দলীয় প্রার্থী চুরান্ত করবে কেন্দ্রীয় কমিটি। কে আসবেন নবীগঞ্জ-বাহুবল আসনে প্রার্থী হয়ে এটা এখন দেখার বিষয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট