1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে ওসি’র উদ্যোগে জনসচেতনতা মূলক উঠান বৈঠক মেঘনা আলমের গ্রেফতারে ডিএমপি কমিশনার রেজাউল করিম মল্লিক অপসারণ প্রথমবারের মতো স্কুল শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড ও স্বাস্থ্য সচেতনতা প্রশিক্ষণ কর্মসূচি ঐতিহ্যবাহী ছয়চিরি দিঘীর পাড়ে চড়ক পূজা ও মেলা শুরু সোমবার হবিগঞ্জের ব্যুরো ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকের দাম নিয়ে শঙ্কা তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা কালে নারীসহ আটক-৩ সিলেটে টানা ৫ দিন বৃষ্টি হতে পারে- দৈনিক কালনেত্র পুলিশ ও যৌথবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক আটক, গ্রেফতার-২  চুনারুঘাটের পদক্ষেপ গণপাঠাগারের নতুন কমিটি গঠন- দৈনিক কালনেত্র

নব-বধুকে ঘরে তুলা হলনা মুন্নার! গাড়ীতেই হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে
সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি

ঢাক ঢোল পিটিয়ে বরযাত্রীকে সাথে নিয়ে শ্বশুর বাড়ি আর যাওয়া হল না হবু বর মুন্না গড় (২২)। বিয়ে করতে শশুড়বাড়ী যাওয়ার আগেই পথিমধ্যে গাড়ীতেই হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যায় বর বেসে আসা মুন্না গড়।
ঘটনাটি ঘটেছে গত বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগান এলাকায়। নিহত মুন্না গড় জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী চা বাগানের গড় লাইন এলাকার আসুক গড়ের ছেলে। বর আর কনের বাড়ীতে যেখানে ঢাক-ঢোল পিটিয়ে হই-হুল্লোড় আর অতিথি আপ্যায়নের আনন্দঘন মুহুর্তটিতে উভয় বাড়ীতে নিমিষেই নেমে আসে শোকের ছায়া।

বরের সাথে আসা বরযাত্রী অভিনাশ গড় জানায়, বুধবার বিকাল ৫টায় জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী চা বাগানের গড় লাইনে পাত্রের বাড়ি থেকে ৭০ জন বরযাত্রী নিয়ে কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানের নতুন লাইন এলাকার সম্পদ রাজগড়ের মেয়ে সুমি রাজগড়কে বিয়ের উদ্দেশ্যে রওয়ানা হয় মুন্না গড়। রাত সাড়ে ৯টায় কনের বাড়ী থেকে প্রায় ২ কিলোমিটার দুরবর্তী স্থান কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানে পৌছার পর বরের গাড়ীসহ বরযাত্রী বহনকারী গাড়ীগুলো দাঁড় করানো হয়। এ সময় সবাই গাড়ী থেকে নেমে কেনাকাটা করেন। এসময় বর মুন্না সবার সাথে হাসিখুশি ভাবে কথাবার্তাও বলেন। প্রায় বিশ মিনিট যাত্রাবিরতির পর যখন সবাই গাড়িতে উঠে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওয়ানা করবে তখন বর মুন্না চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে মুন্নাকে স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়। তখন তার জ্ঞান না ফেরায় তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে বরযাত্রীদের বহণকারী গাড়ীগুলো মাধবপুর বাজারে বরযাত্রীদের নিয়ে অপেক্ষায় ছিল। পরে রাত সাড়ে এগারোটার দিকে মুন্নার মৃত্যুর সংবাদ বরযাত্রীদের কাছে পৌঁছালে পৌঁনে বারোটার দিকে বরযাত্রীদের নিয়ে গাড়িগুলো কনের বাড়ী পাত্রখোলা চা বাগানে না গিয়ে পাত্রের বাড়ী রাজকী চা বাগানে ফেরত যায়।

হবু বরের এমন মৃত্যুর সংবাদ পাত্রখোলা চা বাগানে কনের পিত্রালয়ে পৌঁছালে এক হৃদয়বিধারক দৃশ্য তৈরী হয়। বার বার মুরছা যাচ্ছিলেন হবু বধুর পিতা মাতা।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাজেদুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আমাদের এখানে আনার পর ছেলেটির পালস,শ্বাস-প্রশ্বাস সব বন্ধ পাই। তারপরও আমরা তাকে আরো সিউর হওয়ার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করি।

দ.ক.সিআর.২৫ 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট