➖
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে'র সৌজন্যে ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় হবিগঞ্জের মাধবপুরে গণইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকেলে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে হোটেল হাইওয়ে ইন কনভেশন সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ মো.শাহজাহান বলেন, দেশে এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপি এ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। গত ১৭ বছরে বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্টা করতে আমাদের অনেক কর্মী শহীদ হয়েছেন। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। তিনি আরও বলেন, দেশের মানুষ নির্বাচন চায়। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খাঁন, সহ-সভাপতি মাসুকুর রহমান, উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী অলিউল্লাহ, সহ সভাপতি পারভেজ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সাবেক মেয়র হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, কবির খান চৌধুরী, মশিউর রহমান মুর্শেদ, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, এমদাদুল হক সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক হাজী রাসেল, যুগ্ম আহ্বায়ক শেখ জাহান রনি, প্রমূখ।
প্রসঙ্গত, গত কয়েক দিনে মাধবপুর উপজেলা ও পৌরসভার ১০৮টি ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার আয়োজন করা হয়েছে।
দ.ক.সিআর.২৫