1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে ইতিহাসের সাক্ষী ‘ফিনলে রানওয়ে’ অভিনব কায়দায় ভারতের কাঁটাতার ভেদ করে মাদক পাচার, ভিডিও ভাইরাল মাধবপুরে ৪০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যান সহ মাদক কারবারি গ্রেপ্তার সাতছড়ির ন্যায় কালেঙ্গায় পর্যটক আকর্ষণে নানা উদ্যোগ গ্রহণ করা উচিত মাধবপুরে কম্বাইন্ড হার্ভেস্টারে’র বোরো ধান কাটার উদ্বোধন করলেন ইউএনও   ছোট্ট ঘরগাও গ্রামের বিশাল এক ভবিষ্যত মোঃ খালিদ হাসান— কালনেত্র আবারও ক্লাসে ফিরছে মেধাবিকাশ সঙ্গীতবিদ্যায়তন, চুনারুঘাট চাঁতালের গল্প…. সেবার উদ্যোগে ‘সফল যারা,কেমন তারা’ শীর্ষক অনুপ্রেরণামূলক অনুষ্ঠান ২৬ এপ্রিল কৃষি অফিস মাধবপুরে ট্রাকের বালুর নিচে লুকিয়ে রাখা অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ

প্রতিদিন পথচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষের ইফতারের আয়োজন হয় বনগাও মসজিদে

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

➖

আসাদ ঠাকুর, অমনিবাস

চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী বনগাও মসজিদ এখন শুধু নামাজ আদায়ের স্থান নয় বরং হাজারো রোজাদারের ইফতারের নির্ভরযোগ্য আশ্রয়স্থল হিসেবে তৈরি হয়েছে। দীর্ঘ রমজান মাস ধরে প্রতিদিন ২/৩শ’রও বেশি মানুষ এখানে একসঙ্গে ইফতার করছেন এই মসজিদে। ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমজীবী, পথচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে এ আয়োজনে অংশ নেন।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ রোজাদার এখানে ইফতার করেন। আসরের নামাজের পর থেকেই মসজিদের ১০/১২ জন স্বেচ্ছাসেবক ইফতার প্রস্তুতি ও বিতরণের কাজ শুরু করেন। মসজিদের মাঠে সারিবদ্ধভাবে ইফতার সাজিয়ে রাখা হয়। বিকেল সাড়ে ৫টার পর থেকে রোজাদাররা আসতে শুরু করেন এবং শৃঙ্খলাবদ্ধভাবে বসে অপেক্ষা করেন। ইফতারের সময় পর্যন্ত তারা জিকির ও কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকেন এরপর সম্মিলিতভাবে ইফতার গ্রহণ করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদের স্বেচ্ছাসেবকরা অত্যন্ত শৃঙ্খলভাবে ইফতার বিতরণ করেন। ইফতারে থাকে বিরিয়ানি, খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজু, শসা, শরবত, জিলাপি ও কিচুরির মতো সুস্বাদু খাবার।

এই ইফতার আয়োজন রোজাদারদের জন্য এক বড় আশীর্বাদ হয়ে উঠেছে বলে জানিয়েছেন অনেকে।

ইটভাটার এক শ্রমিক বলেন, পরিবারের জন্য টাকা রোজগার করতে একা থাকি। কিন্তু একা ইফতার করতে ভালো লাগে না। তাই প্রতিদিন বনগাও মসজিদে চলে আসি ইফতার করতে। এখানে অনেক মানুষের সঙ্গে একসাথে ইফতার করলে মনে হয় যেন পরিবারের সঙ্গেই আছি।

নুরুল হক নামের এক মুসল্লি বলেন, ইফতার কোথায় করব এটা নিয়ে কখনোই টেনশন হয় না। প্রতিদিন বনগাও মসজিদে চলে আসি। এখানে রিকশাচালক, ভিক্ষুক, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষ এক কাতরে বসে ইফতার করি যেটি অত্যন্ত ভালো লাগার বিষয়।

ইফতার আয়োজক কমিটির সদস্য লোকমান হোসেন বলেন, প্রতিদিন আসরের নামাজের পর থেকে শুরু হয় ইফতারি বিতরণ কার্যক্রম। মসজিদের ভেতরে রোজাদাররা সারিবদ্ধভাবে বসে ইফতার করেন। আমাদের জন্য এটি এক মহান সৌভাগ্য যে, আল্লাহপাক আমাদের সুযোগ দিয়েছেন রোজাদারদের খেদমত করার। কেউ চাইলেই এমন আয়োজনে অংশগ্রহণ করতে পারেন না এটি এক বিশেষ রহমত।

মসজিদ পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু বলেন, পবিত্র মক্কায় ওমরাহ হজে গিয়ে আমি লক্ষ করলাম, লাখ লাখ মানুষ সুশৃঙ্খলভাবে একসঙ্গে ইফতার করছেন। দেশে ফিরে এসে মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করি এবং গরিব, অসহায়, শ্রমজীবী ও পথচারী রোজাদারদের জন্য ইফতার আয়োজনের প্রস্তাব দিই। কমিটির সদস্যরা এতে একমত হন এবং গত রমজান থেকে মসজিদে বিনামূল্যে উন্নতমানের ইফতার কার্যক্রম শুরু হয়। প্রথমে ১৫০ থেকে ২০০ রোজাদার ইফতার করতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সংখ্যাটি ৩শো’র উপরে চলে গেছে।

তিনি আরও বলেন, মসজিদের তহবিল ছাড়াও মুসল্লিদের দান-অনুদানে ইফতারের টাকা সংগ্রহ করা হয়। প্রতিদিন এখানে দুইশো’র অধিক মুসল্লি নামাজ আদায় করেন এবং তাদের মধ্যে অনেকেই স্বপ্রণোদিত হয়ে একদিনের অর্থ দান করেন। কখনো কখনো, কয়েকজন মুসল্লি একসঙ্গে ইফতারের আয়োজন করেন। এভাবেই মুসল্লিদের দান-অনুদানের মাধ্যমে আমাদের ইফতার কার্যক্রম চলমান রয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট