1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

মাধবপুরে মাজারে সংঘর্ষের অভিযোগে ৩ ব্যক্তি আটক

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

 

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে মাজারে ওরশ পালনকে কেন্দ্র করে বিদ্যমান দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষের অভিযোগে বুধবার (০২ এপ্রিল) ভোররাত পর্যন্ত উপজেলার কালিকাপুর এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ৩ ব্যক্তিকে আটক করে।

আটককৃতরা হলেন উপজেলার ধীতপুরা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে তোফাজ্জল মিয়া (২৬), নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের সেলু মিয়ার ছেলে মোছাব্বির হোসেন (৩২) ও একই এলাকার ফয়সল মিয়ার ছেলে সোহাগ মিয়া (২০)।রাত ১২টায় সেনাবাহিনী আটককৃতদের মাধবপুর থানার হস্তান্তর করেন।

জানা যায়- মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মাজারে ওরশ নিয়ন্ত্রন করতেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে সরকার পতন ঘটলে তা স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা করে। এক পক্ষে নেতৃত্ব দেয় যুবদল নেতা নজরুল গাজী অপর পক্ষের নেতৃত্ব দেয় বিএনপি নেতা এড.সাজিদুল ইসলাম সজল। এ নিয়ে ২২ ফেব্রুয়ারী দু’পক্ষে মধ্যে ব্যাপক সংর্ঘষ হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে আবারও দু’ গ্রুপের মধ্যে সংর্ঘষ শুরু হয়। এতে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হয়। আহত কবির মিয়া (৩৫) খোকন মিয়া ২৮) জালাল মিয়া (৪০) রোকন মিয়া ৪৫) গুলবাহার বেগম ৩৫) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শাহজীবাজারে উপস্থিত সেনা ক্যাম্পের সদস্যরা সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ ব্যক্তিকে আটক করে মাধবপুর থানা পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট