চুনারুঘাটের শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাটের সদস্যরা ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর তেলিয়াপাড়া পরিদর্শন করেছে। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাটের সদস্যরা ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধে উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী সম্পর্কে অবগত হয়।
সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাটের সদস্যরা বলেন, মহান স্বাধীনতা সংগ্রামের সূচনা এই ঐতিহাসিক তেলিয়াপাড়ায়। এখানেই মূলত বাংলাদেশ কে ১১ টি সেক্টরে ভাগ করা হয়েছে। এখানের ঐতিহাসিক ঘটনাবলী সম্পর্কে আমরা নতুনভাবে জানলাম। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের বীরত্বের কথা আমরা আমাদের চেতনায় গেঁথে রাখবো।
সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাটের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুর রাব্বি, শুভাকাঙ্ক্ষী ও সাংস্কৃতিক কর্মী কদ্দুস আলী, সাংগঠনিক সম্পাদক দীপ পাল চৌধুরী, সদস্য সোহেল রানা, সমাজকল্যাণ সম্পাদক ইবতি খান আদিত্য, সদস্য প্রীতম, প্রহর, মুন্না, মরিন, মুমু সহ আরো অনেকে।