➖
স্টাফ রিপোর্টার
হবিগঞ্জে মোবাইল চুরির অপরাধে যুবকের গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টা মামলার আসামী আব্দুল মালিক ও মোজাহিদ মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৯ কর্তৃক শনিবার (৫ এপ্রিল) সকাল ১০ টায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৪ এপ্রিল) রাত পৌনে ৯ টার দিকে হবিগঞ্জের র্যাব ৯, সিপিসি ৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার বানিয়াচং থানাধীন এলাকায় অভিযান চালিয়ে হত্যা চেষ্টার অপরাধে আব্দুল মালিক, মোজাহিদ মিয়া নামে দুই আসামীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন হবিগঞ্জ জেলা সদর উপজেলার উভয় বন দক্ষিণ গ্রামের মৃত আব্দুল হেকিমে’র ছেলে মোঃ আব্দুল মালিক (৫৫), একই গ্রামের মৃত আব্দুল মালিকে’র ছেলে মোজাহিদ মিয়া (২২),।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
দ.ক.সিআর.২৫