➖
চুনারুঘাট প্রতিনিধি
চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি শেখ ইমরানুল হক মাছুমকে আটক করেছে পু্লিশ।
গতকাল শনিবার ( ৫ মার্চ ২৫) রাত ৮ টায় স্থানীয় জারুলিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, সে সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইইনিয়ন শাখার সভাপতি ছিল ও অত্র উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের বাসিন্দা।
তার গ্রেফতারে স্যোসাল মিডিয়া সহ এলাকায় অনেকজনকেই আফসোস এবং প্রতিহিংসার রাজনীতির নিন্দা করতে শুনা যায়।
রাজনীতির বাইরে তাক আর কোন অপরাধ থাকা অসম্ভব বলেও অনেকে মন্তব্য করেন।
দ.ক.২৫