➖
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি স্থানে বিশেষ অভিযানে ভারতীয় ২৭ কেজি গাঁজা একটি পিকআপ ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক রবিবার ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধা পৌনে ৭টায় রাজেন্দ্রপুর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আবুল হাসান এর নেতৃত্বে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী চৈতন্যপুর নামক এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় উক্ত স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ঊনষাট হাজার পাঁচশত টাকা।বিজিবি’র পক্ষ থেকে আটককৃত মাদকদ্রব্যের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাধবপুর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এর আগে ০৬ এপ্রিল পৌনে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ মনতলা বিওপির একটি টহলদল মাধবপুর উপজেলার তেমুনিয়া নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময়, একটি পিকআপ ভ্যান টহল দলের নিকটবর্তী হলে টহলদল পিকআপ ভ্যানটি কে থামার জন্য সিগন্যাল দেয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে ড্রাইভার দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে, টহল দল পিকআপ ভ্যানটি তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ১০ কেজি ৬ গ্রাম ভারতীয় গাঁজা সহ একটি পিকআপ আটক করে। যার সিজার মূল্য ১৫ লক্ষ ৩৭ হাজার
১শত টাকা। আটককৃত গাঁজা এবং পিকআপটির বিষয়ে মাধবপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল তানজিল জানান, “বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে সর্বদা দায়বদ্ধ। চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবি।
দ.ক.সিআর.২৫