➖
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ বিদেশি মদ আটক করেছে বিজিবি।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)কর্তৃক সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেলিয়াপাড়া বিওপি’র টহল দল রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দ্বিপকটিলা নামক এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১৫৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
দ.ক.সিআর.২৫