তানভীর আহমদ রাহী, কালনেত্র
চুনারুঘাট উপজেলার আসামপাড়া-আমু রোড থেকে চুনারুঘাট প্রবেশের মূল সড়কটি দীর্ঘদিন ধরে তীব্র যানজটের শিকার। বিশেষ করে চুনারুঘাট বাজার এলাকায় প্রতিদিনই যানজট লেগে থাকে। মূল সড়কের উভয় পাশে যানবাহন পার্কিং করার কারণে চলাচল আরও বাধাগ্রস্ত হয়।
এছাড়া, অবৈধভাবে বালুবাহী ট্রাক চলাচল করায় সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে। যানজটের কারণে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। বছরের পর বছর এই সমস্যার সমাধান হয়নি, যা দুঃখজনক। এ অবস্থা থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
অবৈধ পার্কিং বন্ধ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং বাজার এলাকায় যানজট নিরসনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে—এটাই আমাদের প্রত্যাশা।
দ.ক.সিআর.২৫