মৌলভীবাজারের কমলগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) এর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে এই ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল হোসেন এর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মো.সালেহ আহমদ।
তিনি বলেন, ‘বাংলাদেশে জুলাই ২৪ গণ অভ্যুথানের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতন ও ড.মোহাম্মদ ইউনুছ এর নেতৃত্বে অন্তরবর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের পরিবর্তন এসেছে। এই পরিবর্তন নিশ্চিতভাবে ইতিবাচক, এ ধারা চলমান থাকা অবস্থায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই বিশ্বাসকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আমার স্ত্রীর লন্ডনের সিটিজেনশীপ থাকার পরও আমি সেখানে যাইনি। আমি যদি চাইতাম বিলাসবহুল জীবনযাপন করতে পারতাম,কিন্তু সেটা না করে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে দেশের সেবা করেছি। আমি যেমন আগেও দেশের সেবা করেছি ,বর্তমানে মানুষের পাশে থেকে সেই সেবা টুকু করতে চাই। আমি দেশ ও দেশের মানুষের সেবা করার জন্য জীবন দিতেও প্রস্তুত। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। ’
অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. গিয়াস উদ্দিন চৌধুরী বাহার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা (অসকস) শাখার সভাপতি কর্পোরাল মহসিন আলী চৌধুরী, সাধারণ সম্পাদক কর্পোরাল মোহাম্মদ মোস্তফা, কমলগঞ্জ উপজেলার (অসকস) সভাপতি সার্জেন্ট আবুল হোসেন, শ্রীমঙ্গল উপজেলার (অসকস) শাখার সভাপতি সার্জেন্ট আরজু, সাধারণ সম্পাদক সার্জেন্ট আবুল্লাহ, কমলগঞ্জ উপজেলার পতন উষার ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা, ল্যা: ক: নজরুল ইসলাম, শমশেরনগর নগর ইউনিয়নের ওয়ারেন্ট অফিসার শমশের উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা (অসকস) এর যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট ক্লার্ক মুজিবুর রহমান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন ল্যা: কর্পোরাল মইনুল হক, ল্যা: কর্পোরাল হারুনুর রশীদ, সৈনিক ইকবাল আহমেদ, কর্পোরাল আছাবুর রহমান প্রমুখ।
অনুষ্টান শেষে প্রধান অতিথিকে কমলগঞ্জ অবসরপ্রাপ্ত সশস্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) এর পক্ষ থেকে সম্মাননা স্বরক প্রদান করা হয়। শেষে দোয়া পরিচালনা করেন কর্নেল মো.সালেহ আহমদ।