➖
স্টাফ রিপোর্টার
আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদকও চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সালেহ উদ্দিনের সভাপতিত্বে চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
এর আগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে আনন্দঘন পরিবেশে সকল মানুষের অংশগ্রহণ করে।শোভা যাত্রায় লাঠিখেলাসহ নানা প্রতিকৃতি ও প্লেকার্ড প্রদর্শন করা হয়।
এদিকে, সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সার্বজনীন আনন্দ শোভাযাত্রা শেষে লাঠি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, হবিগঞ্জ জজকোর্টের পিপি মো: আব্দুল হাই চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মাহবুব আলম, সাবেক মেয়র মো: নাজিম উদ্দিন সামছু, ওসি নুর আলম, ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান, যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ সহ অনেকেই। এর বাইরেও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপিত হয়।
দ.ক.সিআর.২৫