1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :

মিথ্যা মামলায় জুয়েলকে গ্রেফতারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

কালনেত্র প্রতিবেদক

মিথ্যা প্রতারণা মামলায় চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গেরারুক গ্রামের জুয়েল আহমেদকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে আজ ১৪ এপ্রিল সোমবার বিকেলে আমুরোড বাজারে এলাকাবাসী মানববন্ধন করেছে।

এলাকার সুপরিচিত নম্র, ভদ্র জুয়েল আহমেদ কোনদিন কারো সাথে প্রতারণা বা চলনা করেনি। প্রকৃত ঘটনা হলো, কানাডা যাওয়ার জন্য জুয়েল আহমেদ ও তার তিন বন্ধু জুনায়েদ আনসারী, জিকে দুলাস ও ফরিদ আহমেদ সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের আব্দুস সোবানের পুত্র রুবেল মিয়াকে প্রায় ৪৫ লক্ষ টাকা প্রদান করেন। সম্পূর্ণ টাকাটি জুয়েল এর ব্যাংক একাউন্টের মাধ্যমে কানাডার দালাল রুবেল আহমেদের ব্যাংক একাউন্টে জমা দেয়া হয়। এরপর দালাল রুবেল বিভিন্ন টালবাহানা করে তাদেরকে ভুয়া ভিসা প্রদান করলে বিষয়টি তারা আঁচ করতে পারেন এবং দালালের বাড়িতে যান। তখন দালাল রুবেল তাদের সাথে লেনদেনের কথা অস্বীকার করে খারাপ আচরণ করলে জুয়েল আহমেদ নিজে বাদী হয়ে দালাল রুবেল আহমেদ এর উপর বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এর ৩১/৩২/৩৩ ধারায় মামলা দায়ের করেন। মামলাটি পিবিআই তদন্ত করে সত্যটা পেয়ে দালাল রুবেলের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে।

কিন্তু দুঃখজনক হলেও সত্য জুয়েল আহমেদ এর বন্ধু জি কে দুলাস কোন কিছু বোঝার আগেই হবিগঞ্জ সদর থানায় একটি প্রতারণার মামলা করে সহজ সরল জুয়েল আহমেদকে গ্রেফতার করেন। এই ঘটনায় চুনারুঘাট এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও প্রতিবাদ স্বরূপ আজ মানববন্ধন করে।

মানববন্ধনে বিশিষ্টজনেরা বলেন,
শায়েস্তাগঞ্জ উপজেলার বর্তমান যুবলীগ নেতা, হবিগঞ্জ সদর উপজেলার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে, মিসিল মিটিংয়ে সক্রিয় নেতা জি কে দুলহাস থানায় ছাত্রদল নেতা পরিচয় দিয়ে জুয়েল আহমেদ কে মিথ্যে মামলায় গ্রেপ্তার করিয়েছে, আমরা হবিগঞ্জ থানা ও প্রশসনের কাছে এই মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদ এবং নিন্দা জানাই।

এছাড়াও এলাকাবাসী জুয়েল আহমেদের মুক্তির দাবি করেন এবং প্রকৃত দালাল রুবেল আহমেদের কাছ থেকে টাকা উদ্ধার ও তার শাস্তির দাবী জানান।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট