➖
স্টাফ রিপোর্টার
চুনারুঘাট উপজেলা কৃষি অফিস কর্তৃক ১০নং মিরাশী ইউনিয়ন বিএনপির ২৫০ টি সার ও কীটনাশক প্রণোদনা কার্ড বানচাল করে দেওয়ায় প্রতিবাদ সভা করেছে ১০ নং মিরাশী ইউনিয়ন বিএনপি।
গত রবিবার ১৩ এপ্রিল সন্ধ্যায় উপজেলার নালমূখ বাজারের ওয়ালটন পয়েন্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহিম শ্যামল এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আবু তাহের লিল মিয়া, উপজেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম ফটিক সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, মিরাশী ইউনিয়ন এ দায়িত্বরত ২জন কৃষি কর্মকর্তা তার অফিসে গিয়ে তাকে ভালো মানুষ জেনে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কৃষকদের দেওয়ার জন্য ২৫০টি কৃষি প্রণোদনা কার্ড প্রদান করেন। কিন্তু কিছু নামধারী বিএনপি এ প্রণোদনা বানচাল করে দেয়। যারা কি না আওয়ামী লীগের দোসর। সভায়, আওয়ামী লীগের দোসরদের দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে চুনারুঘাট কৃষি অফিসে যোগাযোগ করলে কৃষিকর্মকর্তা জানান, আমরা কোন বিএনপি নেতাকে কৃষি কার্ড দেইনি। এলাকায় প্রকৃত কৃষকগণ এই সুবিধা ভোগ করতে পারবেন বলে জানাই।
এ দিকে শুধু বিএনপির জন্য ২৫০টি কৃষি প্রণোদনা বরাদ্দ দেওয়ার কথা বলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষক ও কৃষক বান্ধবরা বলছেন, কৃষি প্রণোদনা প্রকৃত কৃষকরাই পাওয়ার দাবীদার। কৃষকদের বৈষম্যের শিকারে পরিণত করা হলে এলাকার কৃষি ক্ষতিগ্রস্থ হবে।
উল্লেখ্য যে, অত্র উপজেলার বাকি ৯টি ইউনিয়ন পরিষদেই কৃষি কার্ড পরিষদ কর্তৃক বিতরণ হয়ে আসছে।
দ.ক.সিআর.২৫