➖
মোঃ জসিম মিয়া, চুনারুঘাট
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম মোঃ রুয়েল মিয়া (২৪)। তিনি চুনারুঘাট থানাধীন ৪নং পাইকপাড়া ইউনিয়নের দৌলত খাঁ আবাদ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই জসিম মিয়াকে (২২) পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল ২০২৫ ইং তারিখ অনুমান বিকাল ৩টার দিকে রুয়েল মিয়া তার বাড়ির সামনে একটি গাছ কেটে রাখেন। সেই গাছটি ব্যবহার নিয়ে তার ছোট ভাই জসিম মিয়া, ভাইয়ের স্ত্রী স্বরুপা বেগম ও মা আবেদা খাতুনের সাথে কথা কাটাকাটি ও মারামারি শুরু হয়। একপর্যায়ে জসিম মিয়া গাছের একটি ঢাল দিয়ে রুয়েল মিয়ার ঘাড়ের পেছনে আঘাত করেন। এতে রুয়েল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে আহত রুয়েলকে তার স্ত্রী তাছলিমা খাতুন স্থানীয় লোকজনের সহায়তায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে অবস্থার অবনতি হলে রুয়েলকে সিলেট শহরের নুরজাহান ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানেই ১৬ এপ্রিল রাত ১১:৩০ মিনিটে তিনি মারা যান।
ঘটনার পরপরই চুনারুঘাট থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিহতের ছোট ভাই জসিম মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পারিবারিক বিরোধের জেরে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। জসিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
চুনারুঘাটের শান্তিপূর্ণ জনপদে এমন পারিবারিক সহিংসতার ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দ.ক.সিআর.২৫